🌹আনন্দ সংবাদ🌹আনন্দ সংবাদ🌹আনন্দ সংবাদ 🌹
যারা লেখালেখি করেন, তাদের সবারই একটা স্বপ্ন বা ইচ্ছে থাকে নিজের একটি একক গ্রন্থ প্রকাশ করার। ভয়েস সবার সেই স্বপ্নকে সাকার রুপ দান করতে বদ্ধপরিকর। যুগের সাথে তাল মিলিয়ে "ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন" আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ই-বুক গ্রন্থ প্রকাশে ব্রতী হয়েছে। যে গ্রন্থ আন্তর্জাতিক প্লাটফর্মে ( Amazon Kindle, Google Play Book).প্রকাশ পাবে এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আগ্রহী পাঠকরা সেই গ্রন্থ পড়তে পারবে।
যে সমস্ত কবি-লেখকগন অর্থের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের একটা স্বরচিত একক গ্রন্থ প্রকাশ করতে পারেন না, তাদের স্বপ্ন বা ইচ্ছে পুরনে ভয়েস সংগঠন হাত বাড়িয়ে দিয়েছে। আসুন "ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন" এর হাত ধরে নিজের ইচ্ছে পুরন করি। নিজের সৃষ্টিশীল লেখমালাকে দু-মলাটের পাতায় বন্দী করে পাঠকবর্গের কাছে তুলে ধরি।
লেখক-লেখিকাকে তাদের প্রতি গ্রন্থের বিক্রি পিছু সিপিসি /রয়্যালটি দেওয়া হবে। বিস্তারিত জানতে আগ্রহীরা সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন।
কবিতা, অনু কবিতা, গল্প, অনু গল্প, প্রবন্ধ , ভ্রমন কাহিনী প্রভৃতি বিষয়ে স্বরচিত গ্রন্থ / সম্পাদনামূলক গ্রন্থ প্রকাশ করুন।
যোগাযোগ :--
8918172319 / 8101324201
Email : voiceculturalteam@gmail.com
শুভেচ্ছান্তে,
"ভয়েস পাবলিশার্স টিম"
"ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹