দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় মৃত্যুর পথে বছর পয়ত্রিশের আব্দুল কাদের। চিকিৎসার অভাবে অসহায় অবস্থায় দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন।।
উত্তর দিনাজপুরের মারনাই থারাইসের বাসিন্দা আব্দুল কাদের। বাস্তভিটেই একমাত্র সম্বল, চাষের জমি নেই। অভাবের সংসারে রয়েছে স্ত্রী ও এক নাবালক কন্যা ও পুত্র সন্তান ।আর্থিক অবস্থা অস্বচ্ছল থাকায় সোশ্যাল মিডিয়ার দারস্থ হয়েছেন অসহায় আব্দুল কাদের ও তার পরিবার।
কোনো সংস্থা ও সহৃদয়বান ব্যক্তিবর্গ এগিয়ে আসলে হয়তো আবারও সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আব্দুল কাদের।
তাই সকলে কাছে বিনীত অনুরোধ 🙏🙏 আপনারা আপনাদের সাধ্যমতো অর্থ সাহায্য দিয়ে এগিয়ে এসে অসহায় আব্দুল কাদেরের পাশে দাঁড়ান।।
নিন্মে উল্লিখিত অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠানোর অনুরোধ রইলো🙏🙏🙏
NAME : ABDUL KADER
BANK : PUNJAB NATIONAL BANK
A/C: 1380010345125
IFSC Code : PUNB0138020
BRANCH : CHANDRAPARA
MOBILE NO : 9339019823
No comments:
Post a Comment