☘️বিজ্ঞপ্তি পড়ে মেম্বারশিপ ফর্ম পূরণ করুন☘️
☘️ভয়েস সংগঠনে সদস্য /সদস্যা পদ গ্রহনের জন্য অফিসিয়ালভাবে মেম্বারশিপ ফর্ম চালু করা হল। মেম্বারশিপ ফর্ম লিঙ্কে ক্লিল করে ফর্ম পুরন করে আপনারা সাবমিট করবেন। আপনাদের ফর্ম পুরনের তথ্যাদি দেখে সংগঠনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে সদস্য পদ গ্রহন করা হবে।
☘️ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও দাবিঃ--
১. সুপ্ত প্রতিভার সন্ধান ও বিকাশ সাধন
২. জাতীয় স্তরের সমস্ত পরীক্ষায় বাংলা ভাষার অগ্রাধিকার।
৩. প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক জীবনের মান উন্নয়ন ও অধিকার রক্ষা
৪. শিক্ষা, সাহিত্য, ভাষা ও সংস্কৃতির চর্চা
৫. সমাজসেবা
☘️শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিপ্রেমী ও সমাজসেবী সকল কে ভয়েস সংগঠনের মুক্ত প্রাঙ্গণে স্বাগত।।
☘️সংগঠনের সাথে যুক্ত প্রত্যেক সদস্য / সদস্যা - তাদের নিজ নিজ অঞ্চলের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সমস্যাগুলোকে তাদের নিজেদের মতো করে ভয়েস এ তুলে ধরতে পারবেন। পাশাপাশি প্রত্যেকের মূল লক্ষ্য থাকবে নিজ নিজ অঞ্চলের সুপ্ত প্রতিভাকে ভয়েসের মুক্ত প্রাঙ্গণে তুলে ধরা।
আমদের ভয়েস সংগঠনের শ্লোগানই হল -
আর আড়ালে নয়, আবডালে নয় ও সুপ্ত অবস্থায় নয়.........সৃষ্টিশীল প্রতিভা উঠে আসুক জনসন্মুখে।
☘️কবিতা, গল্প, প্রবন্ধ ভ্রমন কাহিনী, আবৃত্তি, নাটক, সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, হস্ত ও ভাস্কর্যশিল্প প্রভৃতি সকল প্রকার সৃষ্টিশীল প্রতিভা তুলে ধরুন ভয়েস এর মুক্ত প্রাঙ্গণে।
☘️আবৃত্তি, নাটক, সঙ্গীত, নৃত্য এবং শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক বিষয়ভিত্তিক লাইভ অনুষ্ঠান ভয়েস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এসে প্রত্যেক সদস্য/সদস্যা করতে পারেন ও অপরকে সুযোগ দিতে পারেন।।
☘️আসুন আমরা একে অপরকে ভালোবেসে সৃষ্টি সুখের আনন্দ যাপনের মধ্য দিয়ে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করি।
ধন্যবাদ ও শুভেচ্ছান্তে,
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন
---------------------------------------
☘️Voice Literary Cultural Organization☘️
ESTD : 2019
(Registered Under West Bengal Society Registration Act XXVI of 1961)
Voice Writers Group Link :-
https://www.facebook.com/groups/509230129852741/?ref=share
(Please join us)
Voice Page Link :-
https://www.facebook.com/voiceliterarypage/
(Please like voice page)
Voice youtube channel link:--
https://www.youtube.com/channel/UCyVKQg2BeBIoiLnQP5imn6g
Log in Website :--
voiceliterarypage.blogspot.com
Thanks & regards,
Voice Literary Cultural Organization
No comments:
Post a Comment