১৯-০৯ ২০২১ : এক আনন্দঘন সাহিত্য -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার যোগেশ মাইম একাডেমি হলে উন্মোচিত হয়ে গেল ২২১ জন কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা ও চিত্রাকলা নিয়ে ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮"।
(দ্বিতীয় সংখ্যা - দ্বিতীয় বর্ষ)
☘ভয়েস আয়োজিত এ মিলনায়তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে।
🌹অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয় (বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ, বাজকুল মিলনী মহাবিদ্যালয়)
🌹প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীতশিল্পী শ্রীমতী অনুশীলা বসু মহাশয়া।
☘সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন :--
🌹বিশিষ্ট নাট্য ও চিত্রশিল্পী মাননীয় শ্রী সুদীপ মুখার্জি মহাশয়।
🌹মাননীয়া শ্রীমতী সুছন্দা ঘোষ মহাশয়া ( সহযোগী অধ্যাপিকা, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ)।
🌹বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া।
🌹অধ্যাপক সুব্রত রায় মহাশয়
☘অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে বারণ ও মানব বাবুর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
এরপর আসে সেই বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ - মঞ্চে উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সহ ভয়েসের সদস্যারা একসাথে মিলে উন্মোচিত করেন "ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮" সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে আলো আঁধারী যোগেশ মাইম একাডেমি সভাস্থল।
☘এরপর একে একে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের মূল্যবান বক্তৃতা, নিলাশা, মেধা ও শ্রেষ্ঠার অসাধারণ নৃত্য, অনিতা রায় মুখার্জী, সীমা সোম বিশ্বাস, শুভজিৎ রায়চৌধুরী, সোমা বিশ্বাস, অর্চিতা মাইতি, বর্ণালী রায় প্রমুখের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি ও দীপ্তশ্রী দে তার অসাধারণ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন....এসব কিছু সকলের মনকে আপ্লুত করে তোলে।
☘শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘
ভয়েস-এর এ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের হাতে আমরা তুলে দিই "শারদ সম্মান ১৪২৮" শংসাপত্র, ট্রফি ও ভয়েস শারদীয়া পত্রিকা।
☘অতিথি শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘
🌹 ১) নাট্য ও চিত্রশিল্পী প্রতিভায় অসামান্য অবদানে জন্য মাননীয় সুদীপ মুখার্জি মহাশয়ের হাতে "শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়।
🌹২) শিক্ষা ও শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অধ্যাপিকা সুছন্দা ঘোষ মহাশয়া-কে "শারদ সম্মান ১৪২৮ প্রদান করা হয়।।
🌹৩) নৃত্য শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়।
☘
সাহিত্য রত্ন সম্মান ১৪২৮ প্রদান☘
ম
🌹সাহিত্য সাধনা বা সাহিত্য ক্ষেত্রে অমন্য অবদানের জন্য ভয়েস-এর পক্ষ থেকে এবার "সাহিত্য রত্ন সম্মান ১৪২৮" প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয়-কে।
☘মানব বন্ধু সম্মান ২০২১ প্রদান☘
🌹১) সমাজসেবায় ও চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ডঃ দেবব্রত সেন মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়।
🌹২) সমাজসেবা ও সঙ্গীত শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অনুশীলা বসু মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়।
🌹৩) সমাজসেবায় অসামান্য অবসানের জন্য মাননীয় সুজিত সোম (লংকা, আসাম) মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়।
☘ভয়েস-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও সম্মানিত ও গর্বিত।
☘অনুষ্ঠানে ভয়েস সাহিত্য পত্রিকার সহ-সম্পাদিকা বৃষ্টি কংসবনিক ও ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশ-এর সভাপতি শ্রী বিজয় সরকার মহাশয় দু-চার কথা সকলে মাঝে তুলে ধরেন।।
☘অনুষ্ঠানে আর একটি চমক ছিল আমাদের ভয়েস সংগঠনের সম্পাদক মিত্র চন্দন মহন্তের প্রথম একক কাব্যগ্রন্থ "তবুও স্বপ্ন দেখি" এর মোড়ক উন্মোচন। এটা আমাদের সকলের ভালো লাগা ও পরম আনন্দ।
☘ পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মহাশয়ের মূল্যবান বক্তৃতা ও জাতীয় পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়।
☘সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস সংগঠনের সদস্যা বিদিশা রায়, সংগঠনের সহ-সম্পাদক ধীমান দাস দাদা।
🌹সত্যি সকলের ভালোবাসা ও আশির্বাদ কে পাথেয় করে আমরা উত্তরবঙ্গ ছুঁয়ে এলাম বঙ্গভুমির হৃদয়ভূমি কলকাতা। ভয়েস আয়োজিত এ অনুষ্ঠান পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন মিলেমিশে মহামিলনের গান রচিয়েছে। যা সর্বদা একে অপরকে বেঁধে বেঁধে রাখবে।
----------------------------------------------------------------
ভয়েস সাহিত্য পত্রিকার দ্বিতীয় শারদ সংখ্যার মোড়ক উন্মোচন ১৪২৮
----------------------------------------------------------------