🌼কবিতা সংকলনে লেখা আহ্বানে বিজ্ঞপ্তি 🌼
সবারে করি আহ্বান 🙏🙏
🌼আনন্দ সংবাদ
🌼আনন্দ সংবাদ🌼
ভয়েস-এর উদ্যোগে শত কবির কবিতাসহ কবিদের ছবি ও জীবনপঞ্জী নিয়ে ISBN যুক্ত কাব্য সংকলন প্রকাশ হতে চলছে। নিম্নে উল্লেখিত নিয়মাবলি ভালো করে পড়ে আপনারা আপনাদের সৃষ্টিশীল কবিতা প্রেরণ করবেন। আসুন আমরা আপন আপন সৃষ্টি দিয়ে বিশ্ব মানবতার মালা গাথি।
🌼আগামী ২০ ই মার্চ ২০২২ - এর মধ্যে লেখা পাঠাবেন।
🌼ভয়েসের শত কবি 🌼
🌼নিয়মাবলি🌼
১. অনধিক ২০ লাইনের মধ্যে কবিতা পাঠাবেন।
২০ লাইনের বেশি হলে সেটি গ্রহন করা হবে না।
২. কবিতার সাথে ৭০ শব্দের মধ্যে আপনার সংক্ষিপ্ত জীবনপঞ্জী ও আপনার একটি অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস করে পাঠাবেন।
৩. লেখার ক্ষেত্রে সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড টাইপ করে লেখা পাঠাবেন।
৪. কোনো প্রকার ছবির উপরে লেখা পাঠাবেন না।
৫. নির্ভুল বানানে লেখা পাঠাবেন।
৬. বিরাম বা জ্যোতি চিহ্নের ব্যবহারের দিকে নজর রাখবেন।
৭. কবিতার সাথে আপনার নাম ও আপনার শহর ও জেলার নাম অবশ্যই উল্লেখ করে পাঠাবেন।
৮. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
৯ .লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবির নিজস্ব ।
১০. কেবলমাত্র বাংলা ভাষায় লেখা গ্রহণীয়।
১১. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
★লেখা পাঠাবেন উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে : --
WhatsApp : 6295392549
★ লেখা মনোনীত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
★লেখা মনোনীত হলে সহায়ক মূল্য বাবদ ২৫০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে।
★ভয়েসের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারের যে কোনো একটিতে কাব্য সংকলন বাবদ ধার্য মূল্য পেমেন্ট করে তার স্ক্রিনশট নির্দিষ্ট লেখা পাঠানো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন।
★Google Pay : 6295392549
★Paytm : 6295392549
★Phonepe : 6295392549
★Amazon Pay : 6295392549
অথবা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্যাদি
State Bank of India
A/C Holder Name : Chandan Mahanta
A/C No : 34394704006
IFSC Code : SBIN0015279
Branch : Fulbari
★অনুষ্ঠানে অংশ নেওয়া কবিদের হাতে কাব্য সংকলন, ট্রফি, শংসাপত্র প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে।
★অনুষ্ঠানে যারা আসতে পারবেন না, তাদের প্রাপ্ত কাব্য সংকলন, ট্রফি ও শংসাপত্র ডাকযোগে / কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কবিদের বাড়তি ৫০ টাকা কুরিয়ার চার্জ বহন করতে হবে।
অনুষ্ঠানে যারা আসতে পারবেন না......তারা কুরিয়ার চার্জসহ মোট সহায়ক মূল্য ৩০০ টাকা পাঠাবেন।
★অনুষ্ঠানের দিনক্ষণ ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের চলার পথে পাথেয়।
এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন :--
★ +91 6295392549
★ +91 8918172319
Email : voiceculturalteam@gmail.com
ধন্যবাদ ও শুভেচ্ছান্তে,
কাব্য সংকলন কমিটি
"ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন"
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼