Notification regarding National Singing Contest



☘️ নিয়মাবলি পড়ে সকলে সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻
   
☘️National Singing Contest☘️

Organized by : Voice Literary Cultural Organization 
   Govt Reg. No : S0014581
(Registered Under West Bengal Society Registration Act XXVI of 1961) 


☘️ ১৫ বছর বা তার উর্ধ্বে সকলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। 

☘️ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফী দিতে হবে না। 
☘️  গানের অপ্রকাশিত ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। যে কোনো সামাজিক মাধ্যমে প্রকাশিত গানের ভিডিও পাঠালে তা বাতিল বলে গণ্য হবে এবং অডিও রেকর্ড করা গান প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না।।

☘️ ২৫ শে ডিসেম্বর, ২০২২ থেকে ৩১ শে জানুয়ারী ২০২৩ এর মধ্যে গান পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। 

☘️ গানের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নাম, বয়স ও জেলার নাম অবশ্যই উল্লেখ করে পাঠাতে হবে।( পশ্চিমবঙ্গের বাইরে হলে রাজ্যের নাম উল্লেখ করতে হবে)

☘️ প্রথম রাউন্ডে গানের কোনো নির্দিষ্ট  বিষয় থাকছে না। অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের নিজের পছন্দ অনুযায়ী গান করে পাঠাতে পারবেন ( র‍্যাপ সং ব্যতীত)। 

☘️ গানে কোনো ট্র‍্যাক মিউজিক ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। 
             তবে বাদ্যযন্ত্রের ব্যবহার করা যেতে পারে।  

☘️ কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করা গানের ভিডিও গ্রহন করা হবে না। অর্থাৎ গানের অরিজিনাল ভিডিও পাঠাতে হবে। 

☘️ বিচারের ক্ষেত্রে প্রতিটি গানের ভিডিও শেয়ারের জন্য থাকবে ৩ নম্বর করে, প্রতি লাইকের জন্য ১ নম্বর ও প্রতি কমেন্টের জন্য ১ নম্বর এবং ৫০ নম্বর থাকবে বিচারক মন্ডলির হাতে। লাইক, কমেন্ট, শেয়ার থেকে প্রাপ্ত নম্বর সহ বিচারক মন্ডলির দেওয়া নম্বর যোগ করে রেজাল্ট হিসাবে স্কোরিং লিস্ট প্রকাশ করা হবে।

      ☘️ শেয়ার ও কমেন্টের নম্বরের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির প্রোফাইল থেকে একটি করে শেয়ার ও কমেন্টের নম্বরই কাউন্ট করা হবে এবং রিপ্লাই কমেন্টের নম্বর কাউন্ট করা হবে না। 

☘️ প্রথম রাউন্ডের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ সময়মতো  জানিয়ে দেওয়া হবে। 

☘️ গানের ভিডিও পাঠাবেন  উল্লিখিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারের যে কোনো একটিতে  -- 

☘️ WhatsApp : 7001533847    
  ☘️ Telegram : 9800182523

☘️ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ---- 

☘️ প্রথম পুরস্কার : ট্রফি + সার্টিফিকেট + ১৫০০ টাকা।  

☘️ দ্বিতীয়  পুরস্কার : ট্রফি + সার্টিফিকেট + ১০০০ টাকা। 

☘️ তৃতীয় পুরস্কার : ট্রফি + সার্টিফিকেট + ৫০০ টাকা। 

☘️ বিজয়ী প্রতিযোগিদের বয়সের শংসাপত্র দেখে পুরস্কৃত করা হবে। 

☘️  উপরিউক্ত সকল নিয়মাবলী মেনে আপনারা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

☘️ সঙ্গীত প্রতিযোগিতা বিষয়ে কোন কিছু জিজ্ঞাস্য থাকলে সরাসরি নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন : -- 

যোগাযোগ নং : 7001533847

☘️ সকলকে জানিয়ে রাখি যে, এই সঙ্গীত প্রতিযোগিতা টি পরিচালিত হবে ফেসবুকের Voice পেজ থেকে।

Voice Page Link : https://www.facebook.com/voiceculturalpage/

         আসুন আমরা সকলে ভয়েস আয়োজিত  সঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহণের মধ্য দিয়ে সৃষ্টি সুখের আনন্দ যাপন করি।

শুভেচ্ছান্তে, -- 
☘️ ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন ☘️

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...