ISBN যুক্ত স্বরচিত / সম্পাদনামূলক গ্রন্থ প্রকাশ করুন

🌹আনন্দ সংবাদ🌹আনন্দ সংবাদ🌹আনন্দ সংবাদ 🌹

যারা লেখালেখি করেন,  তাদের সবারই একটা স্বপ্ন বা ইচ্ছে থাকে নিজের একটি একক গ্রন্থ প্রকাশ করার। ভয়েস সবার সেই স্বপ্নকে সাকার রুপ দান করতে বদ্ধপরিকর। যুগের সাথে তাল মিলিয়ে "ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন"  আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ই-বুক গ্রন্থ প্রকাশে ব্রতী হয়েছে। যে গ্রন্থ আন্তর্জাতিক প্লাটফর্মে ( Amazon Kindle, Google Play Book).প্রকাশ পাবে এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আগ্রহী পাঠকরা সেই গ্রন্থ পড়তে পারবে। 


যে সমস্ত কবি-লেখকগন অর্থের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের একটা স্বরচিত একক গ্রন্থ প্রকাশ করতে পারেন না, তাদের স্বপ্ন বা ইচ্ছে পুরনে ভয়েস সংগঠন হাত বাড়িয়ে দিয়েছে। আসুন "ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন" এর হাত ধরে নিজের ইচ্ছে পুরন করি। নিজের সৃষ্টিশীল লেখমালাকে দু-মলাটের পাতায় বন্দী করে পাঠকবর্গের কাছে তুলে ধরি। 

 লেখক-লেখিকাকে তাদের প্রতি গ্রন্থের বিক্রি পিছু সিপিসি /রয়্যালটি দেওয়া হবে। বিস্তারিত জানতে আগ্রহীরা সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন।

কবিতা, অনু কবিতা, গল্প, অনু গল্প, প্রবন্ধ ,  ভ্রমন কাহিনী প্রভৃতি বিষয়ে স্বরচিত গ্রন্থ / সম্পাদনামূলক গ্রন্থ প্রকাশ করুন।

যোগাযোগ :-- 
8918172319 / 8101324201

Email : voiceculturalteam@gmail.com 

শুভেচ্ছান্তে,  
"ভয়েস পাবলিশার্স টিম" 
"ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন" 
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

4 comments:

  1. হারাতে চাই না তোকে
    সুকুমার সিনহা

    হারাতে চাই না তোকে
    বুকের জীর্ন শতদীর্ণ বুকের পাজর ,
    তবুও অন্তবিহীন চলার পথে চাই তোকে ।
    পথ ভুলে কেমন যেন আসিস - বৃষ্টি হয়ে ,
    আধপশলা বৃষ্টি হয়ে ঝরে পড়িস মনের কোণে ,
    ভালোবাসার স্নিগ্ধ পরশে দিয়ে যাস আধফোটা ফুল --
    ঝরে পড়ে প্রভাতে - নেই প্রাপ্তির পূর্ণতা --
    ভেঙে পড়ে ভালোবাসার নদীর দুই কুল ,
    সঞ্চিত অভিমানেরা যন্ত্রণা দেয় অবশেষে ।
    বেদনারা ঝরে পড়ে অশ্রুধারা হয়ে --
    মনে হয় ভুলে যাই তোকে --
    হঠাৎ নীলাকাশের বুকে রামধনুর মতো --
    ফিরে আসিস আমার বুকে --
    যদিও ভাবি ফিরিয়ে দেবো --
    বলবো এই বেশ ভালো আছি ,
    কিন্তু - তোকে কাছে দেখে -
    মনটা তোলপাড় করে - আর বলে ওঠে -
    তোকেই ভালোবাসি - তোকেই ভালোবাসি ।
    তবুও প্রশ্ন করতে ইচ্ছে হয় --
    কেন উবে যাস কর্পূরের মতো ?
    কেন দিয়ে যাস্ যন্ত্রণা ?
    তুই তো জানিস --
    হারাতে চাই না তোকে ।
    যদি ভাবিস যাবোই চলে নদীর অন্য স্রোতে ,
    বলেই দেখ না - ছেড়েই দেবো -
    কেন থাকিস মৌনব্রতে ?
    বৃষ্টি হয়ে যদি ফিরিস আবার - মনের আকাশে
    পবিত্রতার সুগন্ধি যদি ভরিয়ে দিস বাতাসে ,
    তা না হয় সুখেই থাকিস আমার সর্বনাশে ,
    তবুও - তবুও থাকবি তুই স্মৃতির ক্যানভাসে ।

    ReplyDelete
  2. কথা দিলাম
    সুকুমার সিনহা

    আর কেন ওগো ফেলছো চোখের জল ---
    সময়ের দ্বার গিয়েছে খুলে ---
    মুছে ফেলো হৃদয়ে জমানো যতো ভুল ,
    ঝেড়ে ফেলো মনের কোণে জমে থাকা যতো ঝুল-
    অতীতের চোখে দেখো বর্তমান কত নির্ভুল --
    সবুজ মনের অঙ্গণে ফোটাও ভালোবাসার ফুল ।

    অভিমান করে থেকো না ওগো দূরে ---
    সময়ের স্রোত যাচ্ছে চলে ধীরে ধীরে ---
    মজে যেওনা ওগো সময়ের চোরা স্রোতে --
    রেখো না তপ্ত মরুর শূন্যতা হৃদয়ের অন্তঃপুরে ,
    ধরা দাও ওগো আলোর পরশে ----
    একা ফেলে যেও না ওগো দূরে ।

    কে ওগো বাজাও বাঁশি ---
    কে ওগো ভরেছো বাতাসে অস্তরাগের গান ---
    বিরহী মনের অন্তঃপুরে করেছো চঞ্চলতা প্রদান ,
    উত্তপ্ত পাথরের বুকের ঘর্ম বিন্দুতে যেন --
    অতীতের জমানো কত শত অভিমান--
    ওগো অভিমানী -তুমি হীনা এ দেহ নিষ্প্রাণ ।

    আর থেকো না ওগো পর্দার অন্তরালে --
    ভেসো না ওগো বিরহ স্রোতের খেয়ালে ,
    একবার --শুধু একবার ---
    ধরা দাও ওগো ভালোবাসার জালে --
    দিয়ে ব্যথা এ হৃদয়ে কি উপহার তুমি পেলে ?

    আজ হয়তো বা তুমি নেই কাছে --
    আকাশের বুকে রামধনুর সাতটি রঙে লিখে দিলাম তোমার নাম ,
    জানি না কোথায় কোন সে অচিন অভিমানের বসত বাড়িতে তোমার ধাম --
    পেলে তোমায় আবার কাছে ---
    পাহাড়ি ঝর্ণার মতোই ঝরিয়ে দেবো ভালোবাসা --
    কথা দিলাম --- ।
    জড়িয়ে রবে হৃদয় জুড়ে বনলতার মতো --
    ভালোবাসা থাকবে তবু হৃদয় জুড়ে পবিত্র ও নিষ্কাম ।

    --আশ্বাসে বিশ্বাসে রবে প্রেম চির সত্য -চির কুসুমিত ।

    ReplyDelete
  3. তবুও আসে
    সুকুমার সিনহা

    মনের আকাশে হাতছানি দেয় সঞ্চিত ভাবনারা --
    নেই ফুরসৎ - শুধুই অগোছালো - আনমনা --
    সময় পেলেই ভাবনারা ভিড় করে মনের আকাশে
    মনের জমানো যতো অভিমান বলে ওঠে ---
    ভালোই ছিলাম আগে -- ভালোই ছিলাম আগে।
    ভাষাদের ওষ্ঠাগত প্রাণ অন্তরে --
    বিকশিত ঽতে চায় বারেবারে ।
    না পারার যন্ত্রণারা কুরেকুরে খায় রাত্রিদিন --
    যদিও স্বাধীন -- তবুও কেমন যেন পরাধীন --
    পরাধীনতার শিকল জড়ানো যেন শরীরে --
    শুধুই অশান্ত গুঞ্জন ঘরে ও বাহিরে ।
    নেই শান্তি মনের অশান্ত নীলাকাশে ---
    তবুও আসে--
    ভাবনারা ভিড় করে মনের আকাশে ।
    শুনিয়ে যায় বিদীর্ন হিয়ার বেদনার ভাষা --
    নিশুতি রাতে নিষ্কলুশ নয়ণে দেখি তাদের --
    অচেনা - অজানা দেখায় --
    যেন কতোদিন দেখিনি তাদের স্বরূপখানি ,
    মনের কোণে জমানো যেন শুষ্ক ফুলদানি ।
    মনেতে সঞ্চিত হয় একরাশ পুঞ্জীভূত আশা ,
    নেই ঝর্ণা কলমের রক্তক্ষরণ --
    কে যেন অজান্তে এসে ---
    কেড়ে নিয়েছে প্রতিবাদের ভাষা ।
    চেনা মুখ গুলোও আজ কেমন যেন অচেনা --
    সুসম্পর্ক গুলো আজ কেমন যেন সুদূরে ,
    আর আমি -- ফেঁসে গিয়েছি অগভীর বালুচরে ।
    অসহ্য যন্ত্রণায় টুকরে কেঁদে ওঠে প্রাণ --
    আজ আত্মহত্যার পথে মান সম্মান ,
    মন যেন আজ বড়োই আত্মাভিমান ।
    তবুও আসে --- বারে বারে --
    অশান্ত ভাবনারা ভিড় করে মনের আকাশে --
    আর নয় - এবার মন চায় ভাসতে ভাষার স্রোতে -
    যেন না হারিয়ে ভ্রষ্টপথে ,
    আজ হারিয়ে যাবো আবার আপন মনোরথে ।

    ReplyDelete
  4. আবার আসিব ফিরে
    সুকুমার সিনহা

    কেউ কাজে - কেউ বা বাতেলায় মহীয়ান ,
    এভাবেই চলুক না হয় --
    আন্ত:প্রজাতির সংগ্রাম ।
    কেউ আকাশের নীলিমায় খুঁজে পেয়েছে সুখ ,
    কেউ বা পেয়েছে খুঁজে বিরহের দুখ্ ।
    কেউ উচ্ছিষ্ট খাবার ফেলছে ডাস্টবিনে ,
    কত মানুষেরা আজ অন্নহীন - এই দুর্দিনে ।
    জীর্ণ পাথরের বুকে খোদিত কত নাম ,
    ইতিহাস আজ রেখেছে গোপনে কষ্টের জয়গান।
    জীবনের মাঝে চলেছি খুঁজে আশার প্রদীপ ,
    লাল সফস আলোতে স্পষ্ট মৃত্যুদ্বীপ।
    জীর্ণতার শরীরে আজ শৈব বিদ্যমান ,
    অধুনা ফিকে গোধূলির আলোয় হৃদয়ে সঞ্চিত
    কত শত অভিমান ।
    আশার আলোর প্রদীপ হাতে খুঁজে ফিরি আলেয়া ,
    অকাল বোধনের জীর্ণ হৃদয়ে সকরুণ মহালয়া।
    তবুও ভাবি - স্বপ্নে খুঁজি তোমার প্রতিচ্ছবি ,
    আবছা আলোর এ কোন আকাশে রক্তিম রবি ।
    আসবো আবার - এবার আসি - স্বপ্নের জাল বুনি ,
    সবুজের সমারোহে রক্তিম আভা অভিশপ্ত খুনি ।
    অতীতের আলোয় বর্তমান তোমায় থাকবে ঘিরে,
    মননের আলোয় শস্য শ্যামলা সবুজের বুক চিরে --
    স্মৃতিপটে সবই থাকবে লেখা - আবার আসিব ফিরে ।

    ReplyDelete

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...