Notification regarding National Singing Contest



☘️ নিয়মাবলি পড়ে সকলে সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻
   
☘️National Singing Contest☘️

Organized by : Voice Literary Cultural Organization 
   Govt Reg. No : S0014581
(Registered Under West Bengal Society Registration Act XXVI of 1961) 


☘️ ১৫ বছর বা তার উর্ধ্বে সকলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। 

☘️ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফী দিতে হবে না। 
☘️  গানের অপ্রকাশিত ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। যে কোনো সামাজিক মাধ্যমে প্রকাশিত গানের ভিডিও পাঠালে তা বাতিল বলে গণ্য হবে এবং অডিও রেকর্ড করা গান প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না।।

☘️ ২৫ শে ডিসেম্বর, ২০২২ থেকে ৩১ শে জানুয়ারী ২০২৩ এর মধ্যে গান পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। 

☘️ গানের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নাম, বয়স ও জেলার নাম অবশ্যই উল্লেখ করে পাঠাতে হবে।( পশ্চিমবঙ্গের বাইরে হলে রাজ্যের নাম উল্লেখ করতে হবে)

☘️ প্রথম রাউন্ডে গানের কোনো নির্দিষ্ট  বিষয় থাকছে না। অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের নিজের পছন্দ অনুযায়ী গান করে পাঠাতে পারবেন ( র‍্যাপ সং ব্যতীত)। 

☘️ গানে কোনো ট্র‍্যাক মিউজিক ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। 
             তবে বাদ্যযন্ত্রের ব্যবহার করা যেতে পারে।  

☘️ কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করা গানের ভিডিও গ্রহন করা হবে না। অর্থাৎ গানের অরিজিনাল ভিডিও পাঠাতে হবে। 

☘️ বিচারের ক্ষেত্রে প্রতিটি গানের ভিডিও শেয়ারের জন্য থাকবে ৩ নম্বর করে, প্রতি লাইকের জন্য ১ নম্বর ও প্রতি কমেন্টের জন্য ১ নম্বর এবং ৫০ নম্বর থাকবে বিচারক মন্ডলির হাতে। লাইক, কমেন্ট, শেয়ার থেকে প্রাপ্ত নম্বর সহ বিচারক মন্ডলির দেওয়া নম্বর যোগ করে রেজাল্ট হিসাবে স্কোরিং লিস্ট প্রকাশ করা হবে।

      ☘️ শেয়ার ও কমেন্টের নম্বরের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির প্রোফাইল থেকে একটি করে শেয়ার ও কমেন্টের নম্বরই কাউন্ট করা হবে এবং রিপ্লাই কমেন্টের নম্বর কাউন্ট করা হবে না। 

☘️ প্রথম রাউন্ডের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ সময়মতো  জানিয়ে দেওয়া হবে। 

☘️ গানের ভিডিও পাঠাবেন  উল্লিখিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারের যে কোনো একটিতে  -- 

☘️ WhatsApp : 7001533847    
  ☘️ Telegram : 9800182523

☘️ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ---- 

☘️ প্রথম পুরস্কার : ট্রফি + সার্টিফিকেট + ১৫০০ টাকা।  

☘️ দ্বিতীয়  পুরস্কার : ট্রফি + সার্টিফিকেট + ১০০০ টাকা। 

☘️ তৃতীয় পুরস্কার : ট্রফি + সার্টিফিকেট + ৫০০ টাকা। 

☘️ বিজয়ী প্রতিযোগিদের বয়সের শংসাপত্র দেখে পুরস্কৃত করা হবে। 

☘️  উপরিউক্ত সকল নিয়মাবলী মেনে আপনারা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

☘️ সঙ্গীত প্রতিযোগিতা বিষয়ে কোন কিছু জিজ্ঞাস্য থাকলে সরাসরি নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন : -- 

যোগাযোগ নং : 7001533847

☘️ সকলকে জানিয়ে রাখি যে, এই সঙ্গীত প্রতিযোগিতা টি পরিচালিত হবে ফেসবুকের Voice পেজ থেকে।

Voice Page Link : https://www.facebook.com/voiceculturalpage/

         আসুন আমরা সকলে ভয়েস আয়োজিত  সঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহণের মধ্য দিয়ে সৃষ্টি সুখের আনন্দ যাপন করি।

শুভেচ্ছান্তে, -- 
☘️ ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন ☘️

11-11-2022 : Coming Soon.....National Singing Contest


Coming Soon@....Be ready everyone

1st Prize : Trophy + Certificate + Rs. 1500/- 
2nd Prize : Trophy + Certificate + Rs.1000/- 
3rd Prize : Trophy + Certificate + Rs. 500/-
No Registration fee 

Notification will be released soon

Keep an eye on the voice page

National Singing Contest 

#National_Singing_Contest 

Organized by - Voice Literary Cultural Organization 
Govt Regd No : S0014581

Objective : Highlighting creative music talent from different parts of the country

০৭-১১-২০২২ : আমন্ত্রণ জানানো হচ্ছে আপনার সৃষ্টিশীল সংগীত, নৃত্য, আবৃত্তি প্রভৃতি শৈল্পিক প্রতিভা ভয়েস প্লটফর্মে তুলে ধরার জন্য


ভয়েস : মুক্ত প্রাঙ্গণে তোমার আমার কণ্ঠস্বর 

সুপ্ত প্রতিভার সন্ধ্যান ও বিকাশ সাধনে 'ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনন', এগিয়ে চলেছে।

Voice Literary Cultural Organization

ভয়েসের উদ্যোগে গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান




০৪-০৯-২০২২ :  রবিবাসরীয় দুপুরে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে রায়গঞ্জ সুপার মার্কেটস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান। কবি বিজয় সরকারের সম্পাদনায় বাংলার বিভিন্ন প্রান্তের ৮৪ জন নবীন-প্রবীন কবির সৃষ্টিশীল কবিতা সংকলিত 'আত্ম অন্বেষণ ' কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো।

 ভয়েসের সাংগঠনিক সম্পাদক চন্দন মহন্ত তার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও ভয়েসের বহুমুখী মানবিক কার্যাবলী তুলে ধরেন।
 'আত্ম অন্বেষণ' সংকলনের সম্পাদক কবি বিজয় সরকার তার বক্তব্যে সংকলন প্রকাশের প্রাসঙ্গিকতার উল্লেখ করেন l 

অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গরত্ন, কবি-প্রাবন্ধিক বিশ্বনাথ লাহা বলেন - সৃষ্টিশীল কর্মমুখী জীবনের মধ্য দিয়েই খুঁজে নিতে হবে বাঁচার আনন্দ। সমাজ জাগরণে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। 

বিশেষ অতিথি 'আত্ম অন্বেষণ' কাব্যগ্রন্থের ভূমিকা লেখক তথা অধ্যাপক সুকুমার বাড়ইয়ের কথায় ভয়েসের তরুণ তুর্কি দল যেভাবে সকলকে সাথে নিয়ে শিক্ষার প্রসার, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কাজ করে চলেছে, তা সত্যি প্রশংনীয় l

বিশেষ অতিথি ডি.এস.পি হেড কোয়ার্টার ও সাহিত্য-নাট্যপ্রেমী রিপন বল বলেন - বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র সাহিত্য-সংস্কৃতি চর্চা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার দিশা দেখাতে।  


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানীর অধ্যাপক ড. দীপক চন্দ্র বর্মন 

এবং সম্মানীয় কবি মিহির দাশগুপ্ত। 

     সংগীতশিল্পী আল্পনা কুন্ডুর 
"শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী" - গানের মধ্য দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। 
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী রায়, রত্না রায়, ছবি বর্মন, রুপা সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শৌভিক দাস, সুব্রত মিত্র, অভিজিৎ কুমার মল্লিক, যাদব চৌধুরী, গগন ঘোষ, বিনয় লাহা প্রমুখ l অনুষ্ঠানে উপস্থিত কবিদের হাতে ভয়েসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় "কবিরত্ন সম্মান - ২০২২" 


এছাড়া ভয়েসের পক্ষ নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় "শিল্পীরত্ন সম্মান - ২০২২"।  

ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কবি গোলাপ সিংহ। অনুষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ভয়েসের সদস্যা আল্পনা কুন্ডু।


কবিরত্ন সম্মান - ২০২২

L
প্রাপকগন :-- 

১) যাদব চৌধুরী 
২) সুব্রত মিত্র 
৩) ডাঃ অসিত কুমার সরকার 
৪) কাকলি চৌধুরী 
৫) বিনয় লাহা 
৬) পরেশ চন্দ্র দাস 
৭) অজিত গঙ্গোপাধ্যায়
৮) অর্পিতা সাহা 
৯) মঞ্জুলা বর
১০) পার্থসারথি বর 
১১) কৃষ্ণচন্দ্র সরদার 
১২) সুস্মিতা রায় 
১৩) লোপামুদ্রা কুন্ডু 
১৪) বানি পাল
১৫) আনন্দ বক্সী
১৬) আশুতোষ শী 
১৭) লক্ষ্মন কুন্ডু 
১৮) দীপ্তাংশু রায় মুখার্জি 
১৯) অরিত্র কুমার উপাধ্যায় 
২০) দেবাশিস দাস 
২১) শিব শঙ্কর বক্সী 
২২) মিঠুন সরকার 
২৩) সোমনাথ চ্যাটার্জি-
২৪) দিলীপ কংসবনিক 
২৫) অর্চিতা মাইতি 
২৬) বিচিত্র বাড়ৈ 
২৭) কাঞ্চন রায় 
২৮) সুজন সরকার 
২৯) যুবরাজ সিংহ 
৩০) জয়দেব কবিরাজ 
৩১) বুদ্ধদেব বিশ্বাস 
৩২) মিসবাহুল হক 
৩৩) বিপ্লব সরকার 
৩৪) বিবেক চন্দ্র সরকার 
৩৫) রাজেশ মান্ডি 
৩৬) অনিমেষ হাজরা 
৩৭) আফতাব মল্লিক 
৩৮) পংকজ সরকার 
৩৯) অঙ্কন বিশ্বাস 
৪০) হামিদুল ইসলাম 
৪১) অসীম তপস্বী 
৪২) ইতি দাস 
৪৩) সুমনা মন্ডল
৪৪) জুলফিকার আলী
৪৫) কৃষ্ণেন্দু সরকার 
৪৬) নবমিতা সাউ 
৪৭) বিশ্বজিৎ ঘোষ 
৪৮) ফিরদৌস আলি খান
৪৯) অভিজিৎ দে 
৫০) শীতল কুমার সরকার 
৫১) প্রিয়াঙ্কা বাগচি দাস
৫২) আলতাফুর রহমান 
৫৩) গোবিন্দ তালুকদার 
৫৪) প্রদীপ বাগ 
৫৫) প্রশান্ত মাইতি 
৫৬) উৎপল সরকার 
৫৭) রামকৃষ্ণ মিশ্র
৫৮) জ্ঞানেন্দ্রনাথ রায়
৫৯) কাকলি চৌধুরী 
৬০) তাপস সেন
৬১) বিকাশ চন্দ্র হাওলাদার 
৬২) নূপুর আঢ্য
৬৩) অভিজিৎ কুমার মল্লিক -
৬৪) জান্নাত ফিরদৌসি 
৬৫) সাহানা আফরোজ
৬৬) বিলাস কুমার মন্ডল 
৬৭) তজিমুল হক
৬৮) রামমনি হালদার
৬৯) পার্থ মন্ডল
৭০) রাঘব পোড়ে
৭১) চন্দনা দেবনাথ (দাস)
৭২) সাবনাম জেনিফার জাফরিন
৭৩) সেলিম উদ্দিন
৭৪) আবু বক্কর সিদ্দিক
৭৫) বিভাস দাস
৭৬) বর্ণালী রায় 
৭৭) মেহেবুব আলম
৭৮) প্রদীপ 
৭৯) সমর রায়
৮০) বৃষ্টি কংসবনিক
৮১) প্রিয়তমা ঘোষ 

(সকলে ৪ঠা সেপ্টেম্বরের অনুষ্ঠানে এসে সম্মান গ্রহন করুন) 

শুভেচ্ছান্তে,  
ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন

শিল্পীরত্ন সম্মান - ২০২২

প্রাপকগন :--

১) আল্পনা কুন্ডু  
২) ছবি বর্মন 
৩) রুপা সরকার 
৪) রত্না রায় 

গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান


সুধী, 

আগামী ৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রবিবার - ভয়েসের প্রথম কাব্যগ্রন্থ সংকলন "আত্ম অন্বেষণ" এর প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
    উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। 

তারিখঃ ০৪/০৯/২০২২ 
সময়ঃ দুপুর ১২ টা 
অনুষ্ঠান ভবনঃ ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স।  
রায়গঞ্জ,  সুপারমার্কেট (জৈন শ্রীকুঞ্জের বিপরীতে)।  

যোগাযোগঃ 8918172319 / 6295392549 / 9800182523

আয়োজকঃ ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন

Press Pelease : Governing Body 2022-2023


Governing Body 2022-2023 
Voice Cultural Organization 

Issued by 
Bijoy Sarkar 
President 
Voice Literary Cultural Organization 

🌼কবিতা সংকলনে লেখা আহ্বানে বিজ্ঞপ্তি 🌼


🌼কবিতা সংকলনে লেখা আহ্বানে বিজ্ঞপ্তি 🌼

সবারে করি আহ্বান 🙏🙏

🌼আনন্দ সংবাদ    
🌼আনন্দ সংবাদ🌼


ভয়েস-এর উদ্যোগে শত কবির কবিতাসহ কবিদের ছবি ও জীবনপঞ্জী নিয়ে ISBN যুক্ত কাব্য সংকলন প্রকাশ হতে চলছে। নিম্নে উল্লেখিত নিয়মাবলি ভালো করে পড়ে আপনারা আপনাদের সৃষ্টিশীল কবিতা প্রেরণ করবেন। আসুন আমরা আপন আপন সৃষ্টি দিয়ে বিশ্ব মানবতার মালা গাথি। 

🌼আগামী ২০ ই মার্চ ২০২২ - এর মধ্যে লেখা পাঠাবেন। 

🌼ভয়েসের শত কবি 🌼

🌼নিয়মাবলি🌼

১. অনধিক ২০ লাইনের মধ্যে কবিতা পাঠাবেন।  
        ২০ লাইনের বেশি হলে সেটি গ্রহন করা হবে না। 

২. কবিতার সাথে ৭০ শব্দের মধ্যে আপনার সংক্ষিপ্ত জীবনপঞ্জী ও আপনার একটি অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস করে পাঠাবেন। 

  ৩. লেখার ক্ষেত্রে সাধারণ বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  টাইপ করে লেখা পাঠাবেন। 
  ৪. কোনো প্রকার ছবির উপরে লেখা পাঠাবেন না।
  ৫. নির্ভুল বানানে লেখা পাঠাবেন। 
  ৬. বিরাম বা জ্যোতি চিহ্নের ব্যবহারের দিকে নজর রাখবেন।
  ৭. কবিতার সাথে  আপনার নাম ও আপনার শহর ও জেলার নাম অবশ্যই উল্লেখ করে পাঠাবেন। 
  ৮. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৯ .লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবির নিজস্ব ।  
  ১০. কেবলমাত্র বাংলা ভাষায় লেখা গ্রহণীয়।  
১১. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                        
★লেখা পাঠাবেন উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে  : -- 

WhatsApp : 6295392549 

★ লেখা মনোনীত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

★লেখা মনোনীত হলে সহায়ক মূল্য বাবদ  ২৫০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। 

★ভয়েসের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারের যে কোনো একটিতে কাব্য সংকলন বাবদ ধার্য মূল্য পেমেন্ট করে তার স্ক্রিনশট নির্দিষ্ট লেখা পাঠানো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন।

★Google Pay : 6295392549
★Paytm : 6295392549
★Phonepe : 6295392549
★Amazon Pay : 6295392549 
 
অথবা 

ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্যাদি 

State Bank of India 
A/C Holder Name : Chandan Mahanta    
A/C No : 34394704006
IFSC Code : SBIN0015279
Branch : Fulbari 

★অনুষ্ঠানে অংশ নেওয়া কবিদের হাতে কাব্য সংকলন, ট্রফি, শংসাপত্র প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে।  

★অনুষ্ঠানে যারা আসতে পারবেন না, তাদের প্রাপ্ত কাব্য সংকলন, ট্রফি ও শংসাপত্র ডাকযোগে / কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কবিদের বাড়তি ৫০ টাকা কুরিয়ার চার্জ বহন করতে হবে। 
        অনুষ্ঠানে যারা আসতে পারবেন না......তারা কুরিয়ার চার্জসহ মোট সহায়ক মূল্য ৩০০ টাকা পাঠাবেন। 

★অনুষ্ঠানের দিনক্ষণ ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। 

     আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের চলার পথে পাথেয়। 

     এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন :-- 

★ +91 6295392549 
★ +91 8918172319 
 
Email : voiceculturalteam@gmail.com 
 

ধন্যবাদ ও শুভেচ্ছান্তে, 
কাব্য সংকলন কমিটি 
"ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন" 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼





ক্যুইজ প্রতিযোগিতা ২০২২..... সবারে করি আহ্বান🙏🙏


ক্যুইজ প্রতিযোগিতা ২০২২..... সবারে করি আহ্বান🙏🙏







ফিরে দেখা ভয়েসের কার্যক্রম ২০২১

ভয়েস সাহিত্য পত্রিকা : শারদীয়া সংখ্যা  ১৪২৮ 


----------------------------------------------

Natiinal Art & Photography Competition 2021 

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...