ভয়েসের উদ্যোগে গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান




০৪-০৯-২০২২ :  রবিবাসরীয় দুপুরে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে রায়গঞ্জ সুপার মার্কেটস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান। কবি বিজয় সরকারের সম্পাদনায় বাংলার বিভিন্ন প্রান্তের ৮৪ জন নবীন-প্রবীন কবির সৃষ্টিশীল কবিতা সংকলিত 'আত্ম অন্বেষণ ' কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো।

 ভয়েসের সাংগঠনিক সম্পাদক চন্দন মহন্ত তার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও ভয়েসের বহুমুখী মানবিক কার্যাবলী তুলে ধরেন।
 'আত্ম অন্বেষণ' সংকলনের সম্পাদক কবি বিজয় সরকার তার বক্তব্যে সংকলন প্রকাশের প্রাসঙ্গিকতার উল্লেখ করেন l 

অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গরত্ন, কবি-প্রাবন্ধিক বিশ্বনাথ লাহা বলেন - সৃষ্টিশীল কর্মমুখী জীবনের মধ্য দিয়েই খুঁজে নিতে হবে বাঁচার আনন্দ। সমাজ জাগরণে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। 

বিশেষ অতিথি 'আত্ম অন্বেষণ' কাব্যগ্রন্থের ভূমিকা লেখক তথা অধ্যাপক সুকুমার বাড়ইয়ের কথায় ভয়েসের তরুণ তুর্কি দল যেভাবে সকলকে সাথে নিয়ে শিক্ষার প্রসার, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কাজ করে চলেছে, তা সত্যি প্রশংনীয় l

বিশেষ অতিথি ডি.এস.পি হেড কোয়ার্টার ও সাহিত্য-নাট্যপ্রেমী রিপন বল বলেন - বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র সাহিত্য-সংস্কৃতি চর্চা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার দিশা দেখাতে।  


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানীর অধ্যাপক ড. দীপক চন্দ্র বর্মন 

এবং সম্মানীয় কবি মিহির দাশগুপ্ত। 

     সংগীতশিল্পী আল্পনা কুন্ডুর 
"শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী" - গানের মধ্য দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। 
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী রায়, রত্না রায়, ছবি বর্মন, রুপা সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শৌভিক দাস, সুব্রত মিত্র, অভিজিৎ কুমার মল্লিক, যাদব চৌধুরী, গগন ঘোষ, বিনয় লাহা প্রমুখ l অনুষ্ঠানে উপস্থিত কবিদের হাতে ভয়েসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় "কবিরত্ন সম্মান - ২০২২" 


এছাড়া ভয়েসের পক্ষ নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় "শিল্পীরত্ন সম্মান - ২০২২"।  

ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কবি গোলাপ সিংহ। অনুষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ভয়েসের সদস্যা আল্পনা কুন্ডু।


No comments:

Post a Comment

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...