ভয়েসের উদ্যোগে গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান




০৪-০৯-২০২২ :  রবিবাসরীয় দুপুরে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে রায়গঞ্জ সুপার মার্কেটস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স সভাকক্ষে অনুষ্ঠিত হল গ্রন্থ প্রকাশ ও কবি সংবর্ধনা অনুষ্ঠান। কবি বিজয় সরকারের সম্পাদনায় বাংলার বিভিন্ন প্রান্তের ৮৪ জন নবীন-প্রবীন কবির সৃষ্টিশীল কবিতা সংকলিত 'আত্ম অন্বেষণ ' কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো।

 ভয়েসের সাংগঠনিক সম্পাদক চন্দন মহন্ত তার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও ভয়েসের বহুমুখী মানবিক কার্যাবলী তুলে ধরেন।
 'আত্ম অন্বেষণ' সংকলনের সম্পাদক কবি বিজয় সরকার তার বক্তব্যে সংকলন প্রকাশের প্রাসঙ্গিকতার উল্লেখ করেন l 

অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গরত্ন, কবি-প্রাবন্ধিক বিশ্বনাথ লাহা বলেন - সৃষ্টিশীল কর্মমুখী জীবনের মধ্য দিয়েই খুঁজে নিতে হবে বাঁচার আনন্দ। সমাজ জাগরণে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। 

বিশেষ অতিথি 'আত্ম অন্বেষণ' কাব্যগ্রন্থের ভূমিকা লেখক তথা অধ্যাপক সুকুমার বাড়ইয়ের কথায় ভয়েসের তরুণ তুর্কি দল যেভাবে সকলকে সাথে নিয়ে শিক্ষার প্রসার, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কাজ করে চলেছে, তা সত্যি প্রশংনীয় l

বিশেষ অতিথি ডি.এস.পি হেড কোয়ার্টার ও সাহিত্য-নাট্যপ্রেমী রিপন বল বলেন - বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র সাহিত্য-সংস্কৃতি চর্চা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার দিশা দেখাতে।  


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানীর অধ্যাপক ড. দীপক চন্দ্র বর্মন 

এবং সম্মানীয় কবি মিহির দাশগুপ্ত। 

     সংগীতশিল্পী আল্পনা কুন্ডুর 
"শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী" - গানের মধ্য দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। 
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী রায়, রত্না রায়, ছবি বর্মন, রুপা সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শৌভিক দাস, সুব্রত মিত্র, অভিজিৎ কুমার মল্লিক, যাদব চৌধুরী, গগন ঘোষ, বিনয় লাহা প্রমুখ l অনুষ্ঠানে উপস্থিত কবিদের হাতে ভয়েসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় "কবিরত্ন সম্মান - ২০২২" 


এছাড়া ভয়েসের পক্ষ নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় "শিল্পীরত্ন সম্মান - ২০২২"।  

ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কবি গোলাপ সিংহ। অনুষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ভয়েসের সদস্যা আল্পনা কুন্ডু।


কবিরত্ন সম্মান - ২০২২

L
প্রাপকগন :-- 

১) যাদব চৌধুরী 
২) সুব্রত মিত্র 
৩) ডাঃ অসিত কুমার সরকার 
৪) কাকলি চৌধুরী 
৫) বিনয় লাহা 
৬) পরেশ চন্দ্র দাস 
৭) অজিত গঙ্গোপাধ্যায়
৮) অর্পিতা সাহা 
৯) মঞ্জুলা বর
১০) পার্থসারথি বর 
১১) কৃষ্ণচন্দ্র সরদার 
১২) সুস্মিতা রায় 
১৩) লোপামুদ্রা কুন্ডু 
১৪) বানি পাল
১৫) আনন্দ বক্সী
১৬) আশুতোষ শী 
১৭) লক্ষ্মন কুন্ডু 
১৮) দীপ্তাংশু রায় মুখার্জি 
১৯) অরিত্র কুমার উপাধ্যায় 
২০) দেবাশিস দাস 
২১) শিব শঙ্কর বক্সী 
২২) মিঠুন সরকার 
২৩) সোমনাথ চ্যাটার্জি-
২৪) দিলীপ কংসবনিক 
২৫) অর্চিতা মাইতি 
২৬) বিচিত্র বাড়ৈ 
২৭) কাঞ্চন রায় 
২৮) সুজন সরকার 
২৯) যুবরাজ সিংহ 
৩০) জয়দেব কবিরাজ 
৩১) বুদ্ধদেব বিশ্বাস 
৩২) মিসবাহুল হক 
৩৩) বিপ্লব সরকার 
৩৪) বিবেক চন্দ্র সরকার 
৩৫) রাজেশ মান্ডি 
৩৬) অনিমেষ হাজরা 
৩৭) আফতাব মল্লিক 
৩৮) পংকজ সরকার 
৩৯) অঙ্কন বিশ্বাস 
৪০) হামিদুল ইসলাম 
৪১) অসীম তপস্বী 
৪২) ইতি দাস 
৪৩) সুমনা মন্ডল
৪৪) জুলফিকার আলী
৪৫) কৃষ্ণেন্দু সরকার 
৪৬) নবমিতা সাউ 
৪৭) বিশ্বজিৎ ঘোষ 
৪৮) ফিরদৌস আলি খান
৪৯) অভিজিৎ দে 
৫০) শীতল কুমার সরকার 
৫১) প্রিয়াঙ্কা বাগচি দাস
৫২) আলতাফুর রহমান 
৫৩) গোবিন্দ তালুকদার 
৫৪) প্রদীপ বাগ 
৫৫) প্রশান্ত মাইতি 
৫৬) উৎপল সরকার 
৫৭) রামকৃষ্ণ মিশ্র
৫৮) জ্ঞানেন্দ্রনাথ রায়
৫৯) কাকলি চৌধুরী 
৬০) তাপস সেন
৬১) বিকাশ চন্দ্র হাওলাদার 
৬২) নূপুর আঢ্য
৬৩) অভিজিৎ কুমার মল্লিক -
৬৪) জান্নাত ফিরদৌসি 
৬৫) সাহানা আফরোজ
৬৬) বিলাস কুমার মন্ডল 
৬৭) তজিমুল হক
৬৮) রামমনি হালদার
৬৯) পার্থ মন্ডল
৭০) রাঘব পোড়ে
৭১) চন্দনা দেবনাথ (দাস)
৭২) সাবনাম জেনিফার জাফরিন
৭৩) সেলিম উদ্দিন
৭৪) আবু বক্কর সিদ্দিক
৭৫) বিভাস দাস
৭৬) বর্ণালী রায় 
৭৭) মেহেবুব আলম
৭৮) প্রদীপ 
৭৯) সমর রায়
৮০) বৃষ্টি কংসবনিক
৮১) প্রিয়তমা ঘোষ 

(সকলে ৪ঠা সেপ্টেম্বরের অনুষ্ঠানে এসে সম্মান গ্রহন করুন) 

শুভেচ্ছান্তে,  
ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন

শিল্পীরত্ন সম্মান - ২০২২

প্রাপকগন :--

১) আল্পনা কুন্ডু  
২) ছবি বর্মন 
৩) রুপা সরকার 
৪) রত্না রায় 

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...