ভয়েসের চলমান কার্যপ্রণালী


ভয়েসের চলমান কার্যপ্রণালী 

ভয়েসের কার্যকলাপ ২০২১

এসো জীবনের কথা বলি 

--------------------------------------------------------------

ভঅয়েস সাহিত্য পত্রিকা : শারদ 
সংখ্যা ১৪২৮ 
(মুদ্রিত পত্রিকা) 

শারদীয়া পত্রিকা মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান 


অনুষ্ঠান প্রাঙ্গণ : -. 
তাং : ০২/১০/২০২১ 
বালুরঘাট নাট্যতীর্থ মন্মথ মঞ্চ 


তাং : ১৯/০৮/২০২১ 
কলকাতা যোগেশ মাইম একাডেমি
 

--------------------------------------------------------------

অসহায় মানুষের সাহায্যার্থে ভয়েসের অর্থ সাহায্য প্রদান


Date : 28/07/2021 

--------------------------------------------------------------

রক্ত দান.... জীবন দান 
#এসো_মানবতার_পথে_চলি 
সকলে_মোরা_সকলের_তরে 
#প্রত্যেকে_মোরা_পরের_তরে


রক্তদতাা : চন্দ্দন মহন্ত 
সেক্রেটারি 
ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন 
---------------------------------------


রক্ত দাতা : অমর চন্দ্র সিনহ ।।
Date : 25/11/2021 

------------------------------------------------------------

National Art & Photography Competition 2021 

------------------------------------------------------------
ভয়েস পরিচালিত নিয়মিত লাইভ অনুষ্ঠান 

-----------------------------------------------------------

☘️ISBN যুক্ত ডিজিটাল ই-বুক কাব্যগ্রন্থ সংকলনে ️লেখা আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল☘️




☘️বিশেষ ঘোষণা☘️

 ☘️আসছে সৃষ্টিশীল মনের কিছু কথা ও কিছু ভাবনা নিয়ে অনু কথা / অনু কবিতা  -  ISBN যুক্ত ডিজিটাল  ই-বুক কাব্যগ্রন্থ সংকলন ☘️

☘️লেখা আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।  

☘️নিয়মাবলী পড়ে লেখা পাঠাবেন☘️

☘️অনধিক ১২ লাইনের মধ্যে লেখা পাঠাবেন।  

☘️লেখা হতে হবে অপ্রকাশিত।  

☘️ শুধুমাত্র বাংলা ভাষায় লেখা গ্রহনীয়। 

☘️লেখা নির্বাচিত হলে গ্রন্থে প্রকাশ করা হবে। 

☘️লেখা পাঠানোর জন্য কোনো সহায়ক শুভেচ্ছা মূল্য পাঠাতে হবে না। 
     তবে গ্রন্থ প্রকাশের পর প্রত্যেকেই ২০ টাকা দিয়ে ISBN যুক্ত ডিজিটাল ই-বুক কাব্যগ্রন্থ টি Google Play Book Store বা সরাসরি ভয়েস পাবলিশার্স থেকে সংগ্রহ করতে পারবেন। 

☘️ডিজিটাল ই-বুক গ্রন্থ টি Google Play Book Store এ প্রকাশিত হবে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন পাবলিশার্স থেকে। 

☘️আগামী ২৫ শে অক্টোবর, ২০২১ এর মধ্যে লেখা পাঠাবেন। 

☘️নিন্মে উল্লিখিত হোয়াটসঅ্যাপ বা ইমেলের যে কোনো একটিতে লেখা পাঠাবেন : --

☘️WhatsApp : 8918172319 

অথবা........ 
☘️Email : voiceculturalteam@gmail.com 

☘️লেখা নির্বাচিত  হলে জানিয়ে দেওয়া হবে। 

বিদ্রঃ ISBN : International Standard Book Number
     iSBN যুক্ত কোনো গ্রন্থে আপনার লেখা প্রকাশিত হলে......সেই গ্রন্থ ও আপনার লেখাটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়া বোঝায়।  যা একজন লেখকের কাছে খুবই গুরুত্বপূর্ণ।  
 
☘️কোনো জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ : 8918172319 


শুভেচ্ছান্তে,  
ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন

ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান : উত্তরবঙ্গ ☘


☘ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ☘


☘ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ☘


০২-১০ ২০২১ : ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে ও উত্তরের রোববারের সহযোগিতায় এক আনন্দঘন সাহিত্য -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিনের পর এবারে উত্তরে  বালুরঘাটের নাট্যতীর্থ মন্মত মঞ্চে উন্মোচিত হয়ে গেল ২২১ জন কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা ও চিত্রাকলা নিয়ে ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮"।  

       ☘ ভয়েস আয়োজিত এ  মিলনায়তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়।  


☘।সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন :-- 


☘ কবি, প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী  বঙ্গরত্ন  মাননীয় বিশ্বনাথ লাহা হাশয়।  


☘ মাননীয় অধ্যাপক নির্মল রায় মহাশয় ( দর্শন বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়) ।  


☘ কবি-প্রাবন্ধিক ও গবেষক মাননীয় ড. সমিত ঘোষ মহাশয়। 

☘ অধ্যাপক সমীক সাহা মহাশয় 

কবি ও সমাজসেবী মাননীয় সূরজ দাশ মহাশয়।। 

☘ কবি ও সমাজসেবী মাননীয় প্রদীপ সাহা মহাশয়।  

☘ বিশিষ্ট পরিবেশবিদ মাননীয় তুহিন শুভ্র মন্ডল মহাশয়।। 


  ☘ প্রদীপ প্রজ্জ্বলন, ও গান্ধিজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং

অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, অতিথিবৃন্দের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে বারণ ও কবি-সঙ্গীতশিল্পী খেয়া রায়ের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর আসে সেই বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ - মঞ্চে উপবিষ্ট সভাপতি ও সমস্ত সম্মানীর অতিথিবৃন্দ সহ ভয়েসের সদস্যারা একসাথে মিলে উন্মোচিত করেন "ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮" সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে  নাট্যতীর্থ সভাস্থল। 

    

  ☘এরপর একে একে অতিথিবৃন্দের মূল্যবান বক্তৃতা, আল্পনা, রত্নার অসাধারণ নৃত্য, বিনয় কৃষ্ণ সাহা ও আল্পনা প্রমুখের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি ও দেবলীনা অধিকারী, প্রিয়াঙ্কা রিম্পা সাহা ও আবীরের একসঙ্গে পরিবেশিত অসাধারণ  সঙ্গীত পরিবেশন করেন....এসব কিছু  সকলের মনকে আপ্লুত করে তোলে। 


☘শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘


ভয়েস-এর এ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের হাতে আমরা তুলে দিই "শারদ সম্মান ১৪২৮" শংসাপত্র,  ট্রফি ও ভয়েস শারদীয়া পত্রিকা। 


☘অতিথি শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘


১) বিশিষ্ট সমাজসেবী ও অনুষ্ঠানের সভাপতি মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়ের হাতে ভয়েস-এর পক্ষ থেকে শারদ সম্মান ১৪২৮ তুলে দেওয়া হয়। 

২) কবি-প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন মাননীয় বিশ্বনাথ লাহা মহাশয়ের হাতে ভয়েস-এর পক্ষ থেকে শারদ সম্মান ১৪২৮ তুলে দেওয়া হয়।।


৩)) মাননীয় অধ্যাপক নির্মল রায় মহাশয়ের হাতে "শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়।।


৪)কবি-প্রাবন্ধিক ও গবেষক  ড. সমিত ঘোষ মহাশয়-কে "শারদ সম্মান ১৪২৮ প্রদান করা হয়।।


৫) অধ্যাপক সমীক সাহা মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 


৬) কবি ও সমাজসেবী মাননীয় সূরজ দাশ মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 


৭) কবি ও সমাজসেবী মাননীয় প্রদীপ সাহা মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 


৮)  বিশিষ্ট পরিবেশবিদ মাননীয় তুহিন শুভ্র মন্ডল মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

☘মানব বন্ধু সম্মান ২০২১ প্রদান☘


১) সাহিত্য ও মানব সেবায় অনন্য অবদানের জন্য কবি-প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন মানিনীয় বিশ্বনাথ লাহা মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 


২) মানব সেবায় অনন্য অবদানের জন্য  মাননীয় প্রদীপ সাহা মহাশ-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 


☘বর্ণালী স্মৃতি স্মারক সম্মান☘


     অনুষ্ঠানে উপস্থিত কবি-লেখক-লেখিকা ও শিল্পীদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজন কে "উত্তরের রোববার" এর পক্ষ থেকেম বর্ণালী স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয়।।


   ☘ভয়েস-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও  সম্মানিত ও গর্বিত।  


☘অনুষ্ঠানে ভয়েস সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক ও  ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশ-এর সভাপতি হিসেবে আনি ও সেক্রেটারি চন্দনন মহন্ত দু-চার কথা সকলে মাঝে তুলে ধরি। 


☘ পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়। 


বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা জ্যেঠু-কে...... বালুরঘাটে ভয়েস-এর এ  অনুষ্ঠান আয়োজনে অভিভাবকের মতো সদা আমাদের সাথে থেকে  সহযোগিতা করার জন্য। বিশ্বনাথ জ্যেঠুর ভালোবাসা ও আশির্বাদ আমাদের সর্বদা  পাথেয়। 


সত্যি সকলের ভালোবাসা ও আশির্বাদ কে পাথেয় ভয়েস এ  অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। ভয়েস আয়োজিত এ অনুষ্ঠান পূর্ব,  পশ্চিম, উত্তর, দক্ষিন মিলেমিশে মহামিলনের গান রচিয়েছে। যা আমাদের সর্বদা একে অপরকে বেঁধে বেঁধে রাখবে।

মানব বন্ধু সম্মান ২০২১

ভয়েস মানব বন্ধু সম্মান ২০২১ 

প্রদানের তারিখ : ০২/১০/২০২১ 

☘ সাহিত্য ও মানব সেবায় অনন্য অবদানের জন্য কবি-প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন মানিনীয় বিশ্বনাথ লাহা মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

☘ মানব সেবায় অনন্য অবদানের জন্য  মাননীয় প্রদীপ সাহা মহাশ-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

---------------------------------------------
প্রদানের তারিখ : ১৯/০৯/২০২১ 

☘ সমাজসেবায় ও চিকিৎসা ক্ষেত্রে  অনন্য অবদানের জন্য ডঃ দেবব্রত সেন মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়।

☘ সমাজসেবা ও সঙ্গীত শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অনুশীলা বসু মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

☘ সমাজসেবায় অসামান্য অবসানের জন্য মাননীয় সুজিত সোম (লংকা, আসাম) মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

সাহিত্যরত্ন সম্মান ১৪২৮

●প্রাপক ●

ভয়েস সাহিত্যরত্ন সম্মান ১৪২৮ 

মাননীয় মানস মাইতি মহাশয় 

   সাহিত্য সেবায় অনন্য অবদানের জন্য ভয়েস-এর পক্ষ থেকে মাননীয় মানস মাইতি মহাশয়-কে "সাহিত্যরত্ন সম্মান ১৪২৮" প্রদান করা হল। 

প্রদানের তারিখ : ০২/০৬/১৪২৮ 

শারদ সম্মান ১৩২৮

......ভয়েস সাহিত্য পত্রিকা.....
(ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন - অনুমোদিত)
(রেজিস্ট্রেশন নং : S0014581) 
সদর দপ্তর : রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ,  ভারতবর্ষ 

       "ভয়েস শারদ সম্মান ১৪২৮" 
          ●প্রাপক:  কবিগন●

১) রিষভ ইমন মুখোপাধ্যায় 
২)বিশ্বনাথ লাহা 
৩) ডা. দেবব্রত সেন  ( মানব বন্ধু সম্মান ১৪২৮) 
৪) হামিদুল ইসলাম - 
৫) শুভ্র প্রকাশ কুন্ডু - 
৬) বানী পাল -
৭) পারমিতা সরকার 
৮) মনোজ চক্রবর্তী 
৯) আশীষ হাজরা 
১০) শর্মিষ্ঠা দাস 
১১) আশীষ কুমার পাল 
১২) ইমন দত্ত 
১৩) রিপ্লাই রায় 
১৪) লক্ষ্মী সরকার 
১৫) তুহিন শুভ্র মন্ডল 
১৬) শতদ্রু বেরা (ঋজু)
১৭) সূরজ নন্দী
১৮) আশুতোষ সরকার 
১৯) অনন‍্যা দেবনাথ 
২০) অঙ্কন বিশ্বাস  
২১) গৌতম মান্না  
২২) সুকান্ত দাস 
২৩) সোমা বিশ্বাস 
২৪) দেবাশীষ  সরকার 
২৫) রামকৃষ্ণ মিশ্র 
২৬) সুমন সিংহ
২৭) সুস্মিতা পাল 
২৮) পৌষালী দেবনাথ 
২৯) গোবিন্দ সিংহ 
৩০) বিনয় কৃষ্ণ সাহা 
৩১) দিগন্ত কুমার দাস 
৩২) আনন্দ বক্সী 
৩৩) নবমিতা সাউ 
৩৪) সমীর বিশ্বাস 
৩৫) বিধান চক্রবর্তী 
৩৬) বিলাস কুমার মন্ডল  
৩৭) অয়ন গুঁইন -
৩৮) গোবিন্দ সরকার 
৩৯) নিত্যানন্দ সরদার
৪০) বিশ্বজিৎ ঘোষ 
৪১) পরেশ ঢালী 
৪২) সুকান্ত ভট্টাচার্য 
৪৩) জয়া মজুমদার 
৪৪) মিঠুন রায় 
৪৫) অনির্বাণ বসু 
৪৬) লোকনাথ বিশ্বাস 
৪৭) পলাশ সরকার 
৪৮) কৃশানু দেবনাথ 
৪৯) মন্টু হালদার  
৫০) মিনতি সরকার 
৫১) অনিমেষ হাজরা 
৫২) রুদ্র রাজ
৫৩) প্রশান্ত মাইতি 
৫৪) তন্দ্রা মিশ্র 
৫৫) শিব শঙ্কর বকশি 
৫৬)  সমাপ্তি সামন্ত 
৫৭) দেবাশীষ পাল 
৫৮) বীনা দেবনাথ 
৫৯) পংকজ সরকার 
৬০) রাজীব কুমার দাস 
৬১) জগন্নাথ রজক 
৬২) অজিত গঙ্গোপাধ্যায় 
৬৩) কৃষ্ণশঙ্কর আচার্যি 
৬৪) অভিজিৎ দে 
৬৫) শুভঙ্কর রায়চৌধুরী 
৬৬) বিলাস ঘোষ 
৬৭) স্বাগত খাঁড়া 
৬৮) শান্তনু দাস 
৬৯) শ্যামাপ্রসাদ ঘরামী 
৭০) উৎপল সরকার 
৭১) কনিকা রায় 
৭২) সূরজ দাশ 
৭৩) ফিরদৌস আলি খাঁন  
৭৪) সৈকত গুপ্ত 
৭৫) সুকুমার ব্যানার্জি
৭৬) অমিতাভ চক্রবর্তী
৭৭) কৃষ্ণেন্দু সরকার 
৭৮) সংহিতা ঘোষ 
৭৯) ধৃতিমান শীল -
৮০) অসীম সরকার 
৮১) দেবলীনা চক্রবর্তী 
৮২) বিশ্বজিৎ কর 
৮৩) অরিত্র কুমার উপাধ্যায় 
৮৪) সঞ্জিত বর্মন 
৮৫) সুমন ঘোষ 
৮৬) প্রসেনজিৎ দত্ত 
৮৭) দিলীপ কংসবনিক 
৮৮) মুনমুন ভৌমিক দাম 
৮৯) লক্ষণ কুন্ডু 
৯০) হিরণ্ময় পোদ্দার 
৯১) সোনালী খাতুন 
৯২) সেলিম উদ্দিন 
৯৩) কৌশিক সরকার 
৯৪) স্বপন কুমার মজুমদার 
৯৫) আশুতোষ শী 
৯৬) উদয় পদ বর্মন 
৯৭) মৌমিতা ঘটক 
৯৮) সঞ্জয় কুমার শীল  
৯৯) শীতল কুমার সরকার 
১০০) অর্পিতা সাহা
১০১) প্রদীপ 
১০২) সুপ্রিয়া চৌধুরী 
১০৩) প্রিয়াংশু ঘোষ 
১০৪) প্রণব শিকদার -
১০৬) বিশ্বজিৎ রবিদাস
১০৭) নবনীতা সাহা 
১০৮) অয়ন ঘোড়ই  
১০৯) অরিজিত মিত্র 
১১০) সুনিপা শী
১১১) মিঠুন সরকার  
১১২) তজিমুল হক 
১১৩) সমীরণ গোপ 
১১৪) অভিষেক দাস 
১১৫) বনবিহারী কুমার
১১৬) চিরশ্রী কুন্ডু  
১১৭) নূপুর আঢ্য
১১৮) মামনি নাথ 
১১৯) বিভাস দাস
১২০) রিতোশ্রী মিত্র
১২১) সোমনাথ চ্যাটার্জী 
১২২) পিনাকীচরণ দে
১২৩) উপেন্দ্রনাথ সরকার 
১২৪) কাঞ্চন সরকার 
১২৫) সুমন্ত ধাড়া 
১২৬) শিল্পাশ্রী দেব 
১২৭) সুভাষ. এস পারাজুলি
১২৮) সপ্তমী তোকদার  ভৌমিক
১২৯) সমিত কুমার সাহা 
১৩০) সীমা সোম বিশ্বাস 
১৩১) প্রদীপ সাহা 
১৩২) উবাইদা আবুল হাসানাত 
১৩৩) জলি তরফদার 
১৩৪) অশোক প্রামাণিক 
১৩৫) ক্ষমা দাস কংসবনিক
১৩৬) দীবীর কুমার 
১৩৭) পরেশ চন্দ্র দাস 
১৩৮) রতন মন্ডল 
১৩৯) সৌমেন মিশ্র 
১৪০) হাজেরা বেগম 
১৪১) সপ্তশ্রী কর্মকার
১৪২) অরতি সেন -
১৪৩) ধীমান দাস 
১৪৪) গোলাপ সিংহ 
১৪৫) বিদিশা রায় 
১৪৬) মৃত্যুঞ্জয় কর 
১৪৭) রিজু মন্ডল 
১৪৮) উৎপল সরকার
১৪৯) প্রিয়তমা ঘোষ -ম
১৫০) মনোয়ার হুসেন 
১৫১) মেহেবুব আলম 
১৫২) অহনা রায় চৌধুরী -
১৫৩) বৃষ্টি কংসবনিক 


        (প্রাপক গল্পকারবৃন্দ) 

১. অন্তরা ঘোষ কর্মকার 
২. হেমন্ত সরখেল -
৩. ধ্যানেশ (পার্থ প্রতিম মন্ডল) 
৪. গৌতম বাড়ই 
৫. সুচিস্মিতা চক্রবর্তী 
৬. জাকির হোসেন 
৭. মৌ বাগ -
৮. যাদব চন্দ্র রায় 
৯. লোপামুদ্রা কুন্ডু
১০. অরুনা রায় মজুমদার 
১১. ভাস্বতী মজুমদার 
১২. কৃষ্ণ চন্দ্র সরদার (সাহেব বাবু) 
১৩. জ্ঞানেন্দ্র নাথ রায় 
১৪. শর্মিষ্ঠা সাহা
১৫. সুস্মিতা রায় 
১৬. রিয়া মিত্র 
১৭. মৌমিতা কুন্ডু 
১৮. ভক্ত গোপাল ভট্টাচার্য
১৯. শম্পা মজুমদার
২০. গোপাল রাউৎ 
২১.ক্ষীরোদা রায় 
২২. অনামিকা মিশ্র 
২৩. বন পলাশ 
২৪. বন্দনা দাস
২৫ .মামনী শীল 
২৬. পূর্ণিমা বিশ্বাস 
২৭. কাজী সামসুল আলম 
২৮. রিক গুহ 
২৯. সামিম ইসলাম মির্দ্দে 
৩০.ডা.অসিত কুমার সরকার 
৩১. অদ্বিতী সরকার 
৩২. শেখর দেবনাথ 
৩৩. রঞ্জন হালদার -
৩৪. সেখ রমজান আলী
৩৫. সুভাষ চন্দ্র দত্ত
 ৩৬. বর্ণালী রায় 
৩৭. সত্যব্রত ধর 
৩৮. শিপ্রা দেবনাথ 


●প্রাপক : প্রবন্ধিকগন●
            
১) সুকুমার সরকার                  
২) যাদব চৌধুরী
৩) সুকুমার বাড়ই  
৪) মানস মাইতি
৫)  ড. সমিত ঘোষ     
৬)  সুব্রত রায়     
৭) সঞ্চারি ভট্টাচার্য 
৮) দেবাশীষ বিশ্বাস 
৯) সজল মজুমদার                  
১০) সৌরভ লায়েক 
১১)  ব্রতশুভ্র সাহা 
১২) অর্চিতা মাইতি
১৩) নবিউল ইসলাম 
১৫) সঞ্জয় সূত্রধর 
১৬) অগ্নিমিত্র 
১৭)  সুব্রত মিত্র 
১৮) শতাব্দী কুন্ডু
১৯) গুরুদাস বিশ্বাস  
২০) চন্দন মহন্ত 
২১) বিজয় সরকার 


    ● প্রাপক : লেখকগন●

১) গোবিন্দ ব্যানার্জী 
২) অভিজিৎ সরকার
৩) ব্রতজিৎ সাহা 


●প্রাপক : চিত্রশিল্পীগন●

১)সুদীপ মুখার্জি
২) অয়ন শিকদার
৩) মাম্পি সরকার
৪) দীপান্বিতা ভট্টাচার্য্য 
৫) রূপসা দত্ত 
৬) শ্রেয়সী ধর
৭) সৃজা বক্সী

Voice Advisory Committee




1. Biswanath Laha 

2. Sukumar Barai 

3. Manas Maity 

4. Jadab Kumar Chowdhury 

5. 

☘ ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান : দক্ষিনবঙ্গ ☘


১৯-০৯ ২০২১ : এক আনন্দঘন সাহিত্য -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার যোগেশ মাইম একাডেমি হলে উন্মোচিত হয়ে গেল ২২১ জন কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা ও চিত্রাকলা নিয়ে ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮"।  

    (দ্বিতীয় সংখ্যা - দ্বিতীয় বর্ষ)  
    

   ☘ভয়েস আয়োজিত এ  মিলনায়তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে। 

🌹অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয় (বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ, বাজকুল মিলনী মহাবিদ্যালয়)  

🌹প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীতশিল্পী শ্রীমতী অনুশীলা বসু মহাশয়া।  

☘সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন :-- 

🌹বিশিষ্ট নাট্য ও চিত্রশিল্পী মাননীয় শ্রী সুদীপ মুখার্জি মহাশয়।  
🌹মাননীয়া শ্রীমতী সুছন্দা ঘোষ মহাশয়া ( সহযোগী অধ্যাপিকা,  ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ)। 
🌹বিশিষ্ট  নৃত্যশিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া।
🌹অধ্যাপক সুব্রত রায় মহাশয় 


  ☘অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে বারণ ও মানব বাবুর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 

এরপর আসে সেই বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ - মঞ্চে উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সহ ভয়েসের সদস্যারা একসাথে মিলে উন্মোচিত করেন "ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮" সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে আলো আঁধারী যোগেশ মাইম একাডেমি সভাস্থল। 
    

  ☘এরপর একে একে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের মূল্যবান বক্তৃতা, নিলাশা, মেধা ও শ্রেষ্ঠার অসাধারণ নৃত্য, অনিতা রায় মুখার্জী,  সীমা সোম বিশ্বাস, শুভজিৎ রায়চৌধুরী,  সোমা বিশ্বাস, অর্চিতা মাইতি,  বর্ণালী রায় প্রমুখের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি ও দীপ্তশ্রী দে তার অসাধারণ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন....এসব কিছু  সকলের মনকে আপ্লুত করে তোলে। 

☘শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘


ভয়েস-এর এ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের হাতে আমরা তুলে দিই "শারদ সম্মান ১৪২৮" শংসাপত্র,  ট্রফি ও ভয়েস শারদীয়া পত্রিকা। 

☘অতিথি শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘

🌹 ১) নাট্য ও চিত্রশিল্পী প্রতিভায় অসামান্য অবদানে জন্য মাননীয় সুদীপ মুখার্জি মহাশয়ের হাতে "শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

🌹২) শিক্ষা ও শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অধ্যাপিকা সুছন্দা ঘোষ মহাশয়া-কে "শারদ সম্মান ১৪২৮ প্রদান করা হয়।।

🌹৩) নৃত্য শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

সাহিত্য রত্ন সম্মান ১৪২৮  প্রদান☘
🌹সাহিত্য সাধনা বা সাহিত্য ক্ষেত্রে অমন্য অবদানের জন্য ভয়েস-এর পক্ষ থেকে এবার "সাহিত্য রত্ন সম্মান ১৪২৮" প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয়-কে। 

☘মানব বন্ধু সম্মান ২০২১ প্রদান☘

🌹১) সমাজসেবায় ও চিকিৎসা ক্ষেত্রে  অনন্য অবদানের জন্য ডঃ দেবব্রত সেন মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

🌹২) সমাজসেবা ও সঙ্গীত শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অনুশীলা বসু মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

🌹৩) সমাজসেবায় অসামান্য অবসানের জন্য মাননীয় সুজিত সোম (লংকা, আসাম) মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

   ☘ভয়েস-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও  সম্মানিত ও গর্বিত।  

☘অনুষ্ঠানে ভয়েস সাহিত্য পত্রিকার সহ-সম্পাদিকা বৃষ্টি কংসবনিক ও ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশ-এর সভাপতি শ্রী বিজয় সরকার মহাশয় দু-চার কথা সকলে মাঝে তুলে ধরেন।। 


☘অনুষ্ঠানে আর একটি চমক ছিল আমাদের ভয়েস  সংগঠনের সম্পাদক মিত্র চন্দন মহন্তের প্রথম একক কাব্যগ্রন্থ "তবুও স্বপ্ন দেখি" এর মোড়ক উন্মোচন। এটা আমাদের সকলের ভালো লাগা ও  পরম আনন্দ। 

☘ পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মহাশয়ের মূল্যবান বক্তৃতা ও জাতীয় পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়। 


☘সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস সংগঠনের সদস্যা বিদিশা রায়, সংগঠনের সহ-সম্পাদক ধীমান দাস দাদা।  

🌹সত্যি সকলের ভালোবাসা ও আশির্বাদ কে পাথেয় করে আমরা উত্তরবঙ্গ ছুঁয়ে এলাম বঙ্গভুমির হৃদয়ভূমি কলকাতা। ভয়েস আয়োজিত এ অনুষ্ঠান পূর্ব,  পশ্চিম, উত্তর, দক্ষিন মিলেমিশে মহামিলনের গান রচিয়েছে। যা সর্বদা একে অপরকে বেঁধে বেঁধে রাখবে।


----------------------------------------------------------------
ভয়েস সাহিত্য পত্রিকার দ্বিতীয় শারদ সংখ্যার মোড়ক উন্মোচন ১৪২৮ 
----------------------------------------------------------------

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...