☘️বিশেষ ঘোষণা☘️
☘️আসছে সৃষ্টিশীল মনের কিছু কথা ও কিছু ভাবনা নিয়ে অনু কথা / অনু কবিতা - ISBN যুক্ত ডিজিটাল ই-বুক কাব্যগ্রন্থ সংকলন ☘️
☘️লেখা আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
☘️নিয়মাবলী পড়ে লেখা পাঠাবেন☘️
☘️অনধিক ১২ লাইনের মধ্যে লেখা পাঠাবেন।
☘️লেখা হতে হবে অপ্রকাশিত।
☘️ শুধুমাত্র বাংলা ভাষায় লেখা গ্রহনীয়।
☘️লেখা নির্বাচিত হলে গ্রন্থে প্রকাশ করা হবে।
☘️লেখা পাঠানোর জন্য কোনো সহায়ক শুভেচ্ছা মূল্য পাঠাতে হবে না।
তবে গ্রন্থ প্রকাশের পর প্রত্যেকেই ২০ টাকা দিয়ে ISBN যুক্ত ডিজিটাল ই-বুক কাব্যগ্রন্থ টি Google Play Book Store বা সরাসরি ভয়েস পাবলিশার্স থেকে সংগ্রহ করতে পারবেন।
☘️ডিজিটাল ই-বুক গ্রন্থ টি Google Play Book Store এ প্রকাশিত হবে ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন পাবলিশার্স থেকে।
☘️আগামী ২৫ শে অক্টোবর, ২০২১ এর মধ্যে লেখা পাঠাবেন।
☘️নিন্মে উল্লিখিত হোয়াটসঅ্যাপ বা ইমেলের যে কোনো একটিতে লেখা পাঠাবেন : --
☘️WhatsApp : 8918172319
অথবা........
☘️Email : voiceculturalteam@gmail.com
☘️লেখা নির্বাচিত হলে জানিয়ে দেওয়া হবে।
বিদ্রঃ ISBN : International Standard Book Number
iSBN যুক্ত কোনো গ্রন্থে আপনার লেখা প্রকাশিত হলে......সেই গ্রন্থ ও আপনার লেখাটি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়া বোঝায়। যা একজন লেখকের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
☘️কোনো জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ : 8918172319
শুভেচ্ছান্তে,
ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশন
No comments:
Post a Comment