ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান : উত্তরবঙ্গ ☘


☘ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ☘


☘ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ☘


০২-১০ ২০২১ : ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে ও উত্তরের রোববারের সহযোগিতায় এক আনন্দঘন সাহিত্য -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিনের পর এবারে উত্তরে  বালুরঘাটের নাট্যতীর্থ মন্মত মঞ্চে উন্মোচিত হয়ে গেল ২২১ জন কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা ও চিত্রাকলা নিয়ে ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮"।  

       ☘ ভয়েস আয়োজিত এ  মিলনায়তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়।  


☘।সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন :-- 


☘ কবি, প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী  বঙ্গরত্ন  মাননীয় বিশ্বনাথ লাহা হাশয়।  


☘ মাননীয় অধ্যাপক নির্মল রায় মহাশয় ( দর্শন বিভাগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়) ।  


☘ কবি-প্রাবন্ধিক ও গবেষক মাননীয় ড. সমিত ঘোষ মহাশয়। 

☘ অধ্যাপক সমীক সাহা মহাশয় 

কবি ও সমাজসেবী মাননীয় সূরজ দাশ মহাশয়।। 

☘ কবি ও সমাজসেবী মাননীয় প্রদীপ সাহা মহাশয়।  

☘ বিশিষ্ট পরিবেশবিদ মাননীয় তুহিন শুভ্র মন্ডল মহাশয়।। 


  ☘ প্রদীপ প্রজ্জ্বলন, ও গান্ধিজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং

অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, অতিথিবৃন্দের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে বারণ ও কবি-সঙ্গীতশিল্পী খেয়া রায়ের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর আসে সেই বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ - মঞ্চে উপবিষ্ট সভাপতি ও সমস্ত সম্মানীর অতিথিবৃন্দ সহ ভয়েসের সদস্যারা একসাথে মিলে উন্মোচিত করেন "ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮" সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে  নাট্যতীর্থ সভাস্থল। 

    

  ☘এরপর একে একে অতিথিবৃন্দের মূল্যবান বক্তৃতা, আল্পনা, রত্নার অসাধারণ নৃত্য, বিনয় কৃষ্ণ সাহা ও আল্পনা প্রমুখের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি ও দেবলীনা অধিকারী, প্রিয়াঙ্কা রিম্পা সাহা ও আবীরের একসঙ্গে পরিবেশিত অসাধারণ  সঙ্গীত পরিবেশন করেন....এসব কিছু  সকলের মনকে আপ্লুত করে তোলে। 


☘শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘


ভয়েস-এর এ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের হাতে আমরা তুলে দিই "শারদ সম্মান ১৪২৮" শংসাপত্র,  ট্রফি ও ভয়েস শারদীয়া পত্রিকা। 


☘অতিথি শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘


১) বিশিষ্ট সমাজসেবী ও অনুষ্ঠানের সভাপতি মাননীয় স্বপন বিশ্বাস মহাশয়ের হাতে ভয়েস-এর পক্ষ থেকে শারদ সম্মান ১৪২৮ তুলে দেওয়া হয়। 

২) কবি-প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন মাননীয় বিশ্বনাথ লাহা মহাশয়ের হাতে ভয়েস-এর পক্ষ থেকে শারদ সম্মান ১৪২৮ তুলে দেওয়া হয়।।


৩)) মাননীয় অধ্যাপক নির্মল রায় মহাশয়ের হাতে "শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়।।


৪)কবি-প্রাবন্ধিক ও গবেষক  ড. সমিত ঘোষ মহাশয়-কে "শারদ সম্মান ১৪২৮ প্রদান করা হয়।।


৫) অধ্যাপক সমীক সাহা মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 


৬) কবি ও সমাজসেবী মাননীয় সূরজ দাশ মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 


৭) কবি ও সমাজসেবী মাননীয় প্রদীপ সাহা মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 


৮)  বিশিষ্ট পরিবেশবিদ মাননীয় তুহিন শুভ্র মন্ডল মহাশয়-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

☘মানব বন্ধু সম্মান ২০২১ প্রদান☘


১) সাহিত্য ও মানব সেবায় অনন্য অবদানের জন্য কবি-প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন মানিনীয় বিশ্বনাথ লাহা মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 


২) মানব সেবায় অনন্য অবদানের জন্য  মাননীয় প্রদীপ সাহা মহাশ-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 


☘বর্ণালী স্মৃতি স্মারক সম্মান☘


     অনুষ্ঠানে উপস্থিত কবি-লেখক-লেখিকা ও শিল্পীদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজন কে "উত্তরের রোববার" এর পক্ষ থেকেম বর্ণালী স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয়।।


   ☘ভয়েস-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও  সম্মানিত ও গর্বিত।  


☘অনুষ্ঠানে ভয়েস সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক ও  ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশ-এর সভাপতি হিসেবে আনি ও সেক্রেটারি চন্দনন মহন্ত দু-চার কথা সকলে মাঝে তুলে ধরি। 


☘ পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়। 


বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা জ্যেঠু-কে...... বালুরঘাটে ভয়েস-এর এ  অনুষ্ঠান আয়োজনে অভিভাবকের মতো সদা আমাদের সাথে থেকে  সহযোগিতা করার জন্য। বিশ্বনাথ জ্যেঠুর ভালোবাসা ও আশির্বাদ আমাদের সর্বদা  পাথেয়। 


সত্যি সকলের ভালোবাসা ও আশির্বাদ কে পাথেয় ভয়েস এ  অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। ভয়েস আয়োজিত এ অনুষ্ঠান পূর্ব,  পশ্চিম, উত্তর, দক্ষিন মিলেমিশে মহামিলনের গান রচিয়েছে। যা আমাদের সর্বদা একে অপরকে বেঁধে বেঁধে রাখবে।

No comments:

Post a Comment

☘️ নিয়মাবলি পড়ে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন 🙏🏻

☘️ Online Recitation Competition ☘️ Organized by : Voice Literary Cultural Organization     Govt Reg. No : S0014581 (Registered Under West B...